ইপ্সিত
✍️চায়না খাতুন✍️
**********
ছুটছি সবাই সুনাম পিপাসায়,
জানি একদিন সবই যাবে থেমে
প্রয়োজন তরে প্রিয়জন দুরে ঠেলে – –
মায়াবী অসীমের খোঁজে।
তবু মন চায় বারবার হায় – –
মরমিয়া প্রেম প্রেয়সীর টানে,
অপেক্ষা আমার স্বপ্নের ঘর–
বেদনার অশ্রু পড়ে!
কেশদামে ঘ্রান এখনও সজাগ,
কি লোভে হারালে প্রিয়ারে – –
ফেলেছো নোঙর অজানা তটনীরে,
খরস্রোত বহুদূরে
ছুটছি সবাই সুনাম পিপাসায়,
জানি একদিন সবই যাবে থেমে
প্রয়োজন তরে প্রিয়জন দুরে ঠেলে – –
মায়াবী অসীমের খোঁজে।
তবু মন চায় বারবার হায় – –
মরমিয়া প্রেম প্রেয়সীর টানে,
অপেক্ষা আমার স্বপ্নের ঘর–
বেদনার অশ্রু পড়ে!
কেশদামে ঘ্রান এখনও সজাগ,
কি লোভে হারালে প্রিয়ারে – –
ফেলেছো নোঙর অজানা তটনীরে,
খরস্রোত বহুদূরে
———-****———-