সেই ছেলেটি
🌱🌱🌱🌱
গৌতম রাজোয়ার
🌱🌱🌱🌱🌱🌱
মস্ত একটি মাথা
মাথায় মস্ত ছাতা
কেউ তাঁরে ডাকে যশুরে কৈ
গরীব জীবন গাথা।
মাথায় মস্ত ছাতা
কেউ তাঁরে ডাকে যশুরে কৈ
গরীব জীবন গাথা।
পড়ার সময় ছেলে
নয় যে এলেবেলে
একগুঁয়েমি কঠিন জিদ তাঁর
স্বপ্নে ডানা মেলে।
নয় যে এলেবেলে
একগুঁয়েমি কঠিন জিদ তাঁর
স্বপ্নে ডানা মেলে।
গরীব বেজায় ভীষণ
পেলেন তবু আসন
দয়ারসাগর দান করেছেন
একটুও নয় ভাষণ।।
পেলেন তবু আসন
দয়ারসাগর দান করেছেন
একটুও নয় ভাষণ।।
স্মৃতি শাস্ত্র বেদে,
পাণ্ডিত্যের জেদে,
দয়ারসাগর বিদ্যাসাগর
নয় কিন্তু সেধে।
পাণ্ডিত্যের জেদে,
দয়ারসাগর বিদ্যাসাগর
নয় কিন্তু সেধে।
সমাজ হিতৈষণে
নারীর প্রয়োজনে
নারীর হাতে বই তুলে দেন
নিজের উপার্জনে।
নারীর প্রয়োজনে
নারীর হাতে বই তুলে দেন
নিজের উপার্জনে।
সমাজে বিধবারা
অবহেলিত তারা,
বিধবা বিবাহ আইন করে
সমাজে ফেলেন সাড়া।
অবহেলিত তারা,
বিধবা বিবাহ আইন করে
সমাজে ফেলেন সাড়া।
তিনি চির অক্ষয়
মহৎ সে হৃদয়
দ্বিশতক বর্ষে প্রণাম জানাই
স্রষ্টা বর্ণপরিচয়।।
মহৎ সে হৃদয়
দ্বিশতক বর্ষে প্রণাম জানাই
স্রষ্টা বর্ণপরিচয়।।