Spread the love

খোরাক
*সাইবানি বর্মন*

ও মুই না ডুকুরঙ, না চিকিরঙ অ-সু-কে
ও মুই না ডুকুরঙ, না চিকিরঙ বি-ষো-তে
চিকিরা-চিকিরি করোঙ মুই, তোরে ফমোতে।

মনটা মোর ভুট-ভুটায়
মনটা মোর গুড়-গুড়ায়, ফাকোতে।
ঝার-ফোক, অসুদ-পাতি নাদেয় কাজোতে।
ও মুই না ডুকুরঙ, না চিকিরঙ অ-সু-কে
ও মুই না ডুকুরঙ, না চিকিরঙ বি-ষো-তে
চিকিরা-চিকিরি করোঙ মুই, তোরে ফমোতে।

আকার গোড়োত বসি থাকোঙ
থকবকায় ডেগচিত ভাত,
ওইটে ফুটে মনের কতা, ওইটে উৎপাত।
ও মুই না ডুকুরঙ, না চিকিরঙ অ-সু-কে
ও মুই না ডুকুরঙ, না চিকিরঙ বি-ষো-তে
চিকিরা-চিকিরি করোঙ মুই, তোরে ফমোতে।

মরুচ কোনা, সিদোল কোনা
আকাত দিলুঙ পোড়া,
সিদোল কোনা পুড়তে পুড়তে
মরুচ নাগিল ঝ্যাঙয়া।
ও মুই না ডুকুরঙ, না চিকিরঙ অ-সু-কে
ও মুই না ডুকুরঙ, না চিকিরঙ বি-ষো-তে
চিকিরা-চিকিরি করোঙ মুই, তোরে ফমোতে।

মনোত খুস-খুসায় মরুচের ধক
খুস-খুসি না ছাড়ে…..
হ্যাসের প্যাসের মনটা, তোক ফমএ না পাসোরে।
ও মুই না ডুকুরঙ, না চিকিরঙ অ-সু-কে
ও মুই না ডুকুরঙ, না চিকিরঙ বি-ষো-তে
চিকিরা-চিকিরি করোঙ মুই তোরে ফমোতে।

এই তো এ্যলা দিনমনে, আছিস মনের গোরাত
না নাগে অসুদ-পাতি, না নাগে আর খোরাক।
ও মুই না ডুকুরঙ, না চিকিরঙ অ-সু-কে
ও মুই না ডুকুরঙ, না চিকিরঙ বি-ষো-তে
চিকিরা-চিকিরি করোঙ মুই, তোরে ফমোতে।
———————

0 thoughts on “কবিতা : খোরাক – সাইবানি বর্মন”
  1. খোরাক — কবিতাটা রাজবংঙ্গী ভাষায় লেখা সাইবানি বর্মনের লেখা, এইসব ভাষা আসুক, আরো চাই, এইভাষা আমি বুঝিনা কিন্তু খুব ভালোলাগে! আমি পড়বো, বারবার দেখবো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *