Spread the love
ক্রুদ্ধ যমরাজ

কৃষ্ণপদ ঘোষ 
🌱 🌱 🌱 🌱 সকালে উঠিয়া দরজা খুলিয়া
দেখেন যমরাজ দুয়ারে,
এত সব কাঁটা দিল কোন ব‍্যাটা
নাহি কেহ, শুধাবেন কাহারে।
ছিঁড়ি কেশ চূড় তুলিয়া মুগুর
হইলেন রাগিয়া আগুন,
নাহি কারো নিস্তার কেহ নাহি পাবে পার
মারিয়া সবে করিব খুন।
শূণ‍্যে দিয়া লম্ফ করেন লম্ফ ঝম্ফ
দেন তিনি বজ্র হুঙ্কার,
মোর মুষলের ঘায়ে ফেলি তারে পায়ে
মাথা তার করিব চুরমার।
খেটে খেটে ক্লান্ত সারা দিন অবিশ্রান্ত
তাঁর গাণনিক চিত্র গুপ্ত,
খাইয়া বটীকা ডাকিয়া নাশিকা
অঘোরে তখনো সুপ্ত।
নিদ্রা গেল ছুটি তাড়াতাড়ি উঠি
হেরিল সেই মহা কাণ্ড,
একি হ’ল আজ যম মহারাজ
চারি দিক কেন লণ্ডভণ্ড।
আরও দ্বিগুণ রাগিয়া আগুন
কোথা ছিলি ব‍্যাটা,
চোখ বুজে খালি ঘুমাস কেবলই
দোরে কে দিল কাঁটা?
কাঁপে ভয়ে চিত্র নাহি কোন মিত্র
কি তাঁরে কহিবে এখন,
যমপুরে অন্দরে তার নিজ দপ্তরে
ঘুমে সে ছিল অচেতন।
হেন কালে যমদূত যেন এক দেবদূত
আসি উপস্থিত তথা,
কহে সে করজোড়ে দিন ছেড়ে ওনারে
ক্রুদ্ধ কেন অযথা।
হেন অঘটন কি তার কারণ
জ্ঞাত আমি বিবরণ,
শ্রদ্ধেয় মহারাজ বর্ণিব আমি আজ
কৃপা করি করুন শ্রবণ।
মর্ত‍্যের যত বোন সবে কাল মহাউৎসবে
দিল ভ্রাতৃ ভালে ফো়ঁটা,
ফো়ঁটা দান কালে কোন এক মন্ত্র বলে
দিল এই দোরে কাঁটা ।
হেন শুনি যমরাজ দেন হুঙ্কার বাজ
কাঁপে ত্রিভুবন,
দেয় যদি দিক ফোঁটা মোর দোরে কেন কাঁটা
দিল অকারণ।
জানে না কি বোন ভাই কাঁটা দিয়ে লাভ নাই
মরিতে হইবে একদিন,
অসীম ক্ষমতা আমার নাহি কেহ রোধিবার
পঞ্চভূতে হইবেক লীন।
——- কৃষ্ণপদ ঘোষ।
———–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *