শীতের আগমন
✍️কামরুল ইসলাম সিয়াম✍️
শীত তুমি এলে কুয়াশার চাদর গায়ে
আমার ছোট্ট গ্রামে
খেজুর গাছে হাড়ি বাঁধা হলো তোমার আগমনে।
শীত তুমি এলে কুয়াশার চাদর গায়ে
আমার ছোট্ট গ্রামে
খেজুর গাছে হাড়ি বাঁধা হলো তোমার আগমনে।
তুমি এলে মুখে রোচে নব নব পিঠা
দুপুরের রোদদূর তার চেও মিঠা
তুমি এলে চড় উঠে নদীর বুকে
তুমি এলে গান গাই মনের সুখে
দুপুরের রোদদূর তার চেও মিঠা
তুমি এলে চড় উঠে নদীর বুকে
তুমি এলে গান গাই মনের সুখে
তুমি এলে নবান্ন কে সাথে নিয়ে
তুমি এলে কুয়াশার চাদর গায়ে
তুমি এলে কৃষানীর রান্না ঘর থেকে ছুটি নাহি জুটে
তুমি এলে কৃষক এর মুখে হাসি ফুটে
পূব অম্বরে প্রচ্ছন্ন সূর্যের উকি তাই
তুমি এলে কুয়াশার চাদর গায়ে
আমার ছোট্ট গায়।
তুমি এলে কুয়াশার চাদর গায়ে
তুমি এলে কৃষানীর রান্না ঘর থেকে ছুটি নাহি জুটে
তুমি এলে কৃষক এর মুখে হাসি ফুটে
পূব অম্বরে প্রচ্ছন্ন সূর্যের উকি তাই
তুমি এলে কুয়াশার চাদর গায়ে
আমার ছোট্ট গায়।