কবিতা– “কষ্টের জীবন”
কলমে– বিমান প্রামানিক
পুড়ছে মাটি যেন উড়ছে ধুলো
কষ্টে যে কাটছে এ দিনগুলো।
সবুজের বিনাশ করেছি যে তাই,
ঝরছে আগুন হচ্ছে যেন ছাই।
নেই বৃষ্টি তাই তো ঘোর তাপ,
বাঁচার উপায় নেই, উঠছে হাঁফ।
মাথার তালু যেন উঠছে তেঁতে,
হচ্ছে ফোকাস আলোর রশ্মি,
দিনের বেলা গরম শুধু নয়,
খাট বিছানায় আগুন যেন নিশি।
দিন মজুরীর শ্রমিক আছেন যত
পরিবারের সুস্থতায় করে না নিজের মায়া।
রুজির টানে তাই তো কর্মে অবিরত,
পথে তীব্রতা, মাথায় রোদের নেই ছায়া।
বলছে মানুষ– “বাঁচবো না আর,
দিকে দিকে ধু ধু, রৌদ্র একাকার।”
নিশিদিন যায় না চেনা, তীব্র দাবদাহ,
বাঁচা-য় যেন কঠিন, জীবন দুর্বিসহ।
জনশূন্য পথে পথে নেই জনা জন,
স্তব্ধ চতুর্দিক, যায় না শোনা কূজন।