কল্পভ্রম
- রুবেল সেখ(বীরু)
এক ঝুড়ি বর্ণমালা নিয়ে বসেছি
সহস্র নির্ঘুম রাতের নিরাকার যন্ত্রণা,
বর্ণমালায় ছন্দে তালে তোমাদের মস্তিস্কে
গোপন সমীরণে, নিউরনের ছন্দপতনে গেঁথে দিবো
আমার জানালার ফ্রেমেবন্দী আকাশে অস্থিরতা।
দৃশ্যপটে নিস্তদ্ধ অন্ধকার,
অন্ধকারে ঘাসফুলও কুঁকড়ে থাকে।
এমন ভয়ানক অন্ধরাতে কবিতার শব্দেরা নীরব আততায়ী…. বর্ণমালার নীলাভ যন্ত্রণা!
ক্রমশই বিলুপ্ত অতীত,
অনাগত ভবিষ্যৎ আর নিষ্প্রভ বর্তমানের মিলন হয়
এমন অন্ধরাতের কল্পভ্রমে !!