করোনা ত্রাস
–*হীরামন রায়—
ও করোনা, করোনা ও করোনা একি যন্ত্রণা দিলে।
হাজার হাজার মানুষের প্রান কেড়ে নিলে।।
ব্যস্ত শহর, শক্তির বহর এক নিমেসে স্তব্ধ।
ইদুঁর দৌড় বন্ধ, সারা বিশ্ব আজিকে জব্দ।।
ওকরোনা তোমার শক্তির নেই যে তুলোনা,
গৃহ বন্দী করেছো বিশ্ব, অথৈজলে বিজ্ঞান চেতনা।।
তোমায় না দেখেই এত ভীতো,
চোখে দেখতে পেলে কি করতো।
তুক তাক, জড়ি বুটি, ঔষধ পত্র, যত আগ্নেয়াস্ত্র।
সব কিছুর উর্ধে তুমি করেছো নাঙ্গা বিবস্ত্র।।
ও করোনা তোমার কিসের এতো রোশ,
কেবা তোমার পাকাu ধানে মই দিয়েছে, হয়েছো সরোশ।।
…