কবিতা
কথার কথা
✍️ সোনালী মুখোপাধ্যায়
(A Bengali poem ” kothar kotha ” by Sonali Mukhopadhyay)
_________________________
“কথার কথা”
সোনালী কলমে শব্দরা
কথায় কথা বাড়ে
লোকে কথার কথা বলে
কথা দিয়েই কথায় কথায়
লোকঠকানো চলে।
কথায় ভেজে চিঁড়ে
কথায় মিষ্টি হাসি
চোখে চোখে কত কথা
তোমায় ভালোবাসি।
কথা কেবল কথাই বলে
কথা নিজের ছন্দে চলে
কথা বেচেই জীবন কাটে
কথার ঘোর প্যাঁচে।।
অভিমানের সুরে কথা
ভালোবাসায় ভরা যথা
সন্দেহ আর রাগের বশে
কথাকে সবাই দোষে।।
তবু বলি চুপি সারে
কথা যেনো থাকে
কথা রাখিস নিজের কাছে
কথা দিস তুই যাকে।।
————
সংক্ষিপ্ত জীবনপঞ্জী
—————————
সোনালী মুখোপাধ্যায় (Sonali Mukhopadhyay, India (Bharat), a poetess and novelist in Bengali Language.) । পশ্চিমবঙ্গ, ভারত, পিতা প্রসন্ন বন্দোপাধ্যায়, মাতা পূর্ণিমা বন্দোপাধ্যায়। বাড়ী হুগলী জেলার নালিকুলে।সংগীতশিল্পী ,সুরকার ও কবি, তিন দিকেই কাজ করা হয়। কবিতা, ছোটো গল্প অনুগল্প, উপন্যাস ইত্যাদি লেখেন! নানা পত্রপত্রিকায় প্রকাশিত হয়, শব্দমুল পত্রিকার হাত ধরে প্রথম কবিতার বই “স্বপ্ন সৃষ্টি” ( প্রকাশক শব্দমুল পত্রিকা,BIPS ART)এবং কলকাতা বইমেলা(২০২০)তে দ্বিতীয় কাব্যগ্রন্থ “পরকীয়ার নেপথ্যে”..(কচি পাতা প্রকাশনার পক্ষে জয় কাপিশ, নিউ মার্কেট, পানাগড় বাজার, পশ্চিম বর্ধমান থেকে মুদ্রিত ও রেবা দাস কতৃক প্রকাশিত ) প্রকাশিত হয়েছে।
Kabyapot.com এর কাব্যপট পত্রিকা anthem(রচনা : Ridendick Mitro) ও মুক্ত বলাকা পত্রিকার anthem এ সুর দিয়ে জনপ্রিয় হয়েছেন! যেকোনো স্রষ্টার সব সৃষ্টি জনপ্রিয় বা সমান জনপ্রিয় বা গ্রহণীয় হয় না, কিন্তু এই দুটো বহুল প্রচারিত পত্রিকার anthem -এ সুর দিয়ে কৃতিত্বের পরিচয় দিয়েছেন!
_________________________
কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না l এক কথায়
Excellent.