” একদিন ফিরে যাব চলে “
কলমে – কৃষ্ণদাস সরকার
**********************
নিস্তব্ধতার বাঁধন ছিড়ে
ব্যথিত মন উঠলো ভোরে
বেদনীয় হৃদয়ের সঞ্চিত মেঘ আকাশে,
অতীতের দিনগুলো ছিল
কৃষ্ণচূড়ার ছায়ায় আবৃত,
দেখেছি তোমায় কুঞ্জ বনে, মাধবী রাতে ।
একদিন চলে যেতে হবে
এ ঘর শূন্য করে,
সকল বাঁধন ছিন্ন করে
কোন এক অজানা দেশের সন্ধানে,
হয়তো যাবে ভুলে আমায়!
হয়তো পড়বে মনে! কাজের অজুহাতে!
ভুল করে হয়তো পড়বে কবিতা!
যে কবিতার প্রতিটি ছত্রে ছিল শুধুই তুমি!
উঠনের বকুল গোলাপের গন্ধ
হয়ে যাবে ম্লান,
বন্দী হবে শিউলি চামেলীর দুয়ার ।
তোমার খুশির হাওয়া মিশে যাবে
কুন্ডলীর ধোঁয়ায়,
যদি চাহ যেও ভুলে!
আমি রব চাওয়া পাওয়ার অতীত মাঝে,
থাকবো নাকো আর কোনো দলের।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
লেখক পরিচিতি:
কবি , লেখক _ _ _ কৃষ্ণদাস সরকার।
পেশায় ইঞ্জিনিয়ার , নেশা সাহিত্যের আসরে বিচরণ । সাংস্কৃতিক আঙ্গিনার প্রতি অদম্য ভালোবাসা ।
কবিতা জীবনের কথা বলে , কবিতা ভালোবাসার কথা বলে , কবিতা চলার পথের পান্থনিবাস । উচ্চপদে আসীন হয়েও কবি মননে সাহিত্যের পান্থনিবাসে বসবাস করেন ।
দীর্ঘদিন সাহিত্যের সংসারে তাঁর আনাগোনা সময় অতিবাহিত করেন সাহিত্যের আঙ্গিনায় ।
দীর্ঘদিন তিনি একটি সাহিত্য সংস্কৃতিমূলক পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন । এখনোও বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর কবিতা , গল্প প্রকাশিত হয় ।
কবি তাঁর লেখায় সমাজের সুখ দুঃখ , হাসি কান্না অবলীলায় তুলে ধরেছেন । গ্রাম বাঙ্গলার বিভিন্ন মানুষের মনের কথা এঁকেছেন তাঁর কলমে । প্রায় দুই শতাধিক কবিতা , গল্প তিনি রচনা করেছেন তাঁর হৃদয় থেকে । হৃদয়ের বেদনা , আনন্দ প্রস্ফুটিত হয়েছে লেখনীর নিজস্বতায়।
যন্ত্রের সাথে সখ্যতার বন্ধনে আবদ্ধ হয়েও সাহিত্যের প্রতি তাঁর একাগ্রতা , একনিষ্ঠা , জীবনে চলার পথের সততা , আদর্শবাদ , মানবতা , মানুষের ভালোবাসা তাঁর জীবনের মূলমন্ত্র । সুস্থ সংস্কৃতির প্রসারে তাঁর প্রয়াস অনস্বীকার্য ।