একদিন প্রতিদিন
*অচিন্ত্য কবিরাজ*
***************
কয়েকদিন আগে এসেছিল ওরা
আমাদের বুড়ো বট গাছটাকে
ছাদ করে ওরা সংসার পেতেছিল।
সংসার বলতে কয়েকজন নাম না জানা
রুগ্ন জীর্ণ শীর্ণকায় মানুষ।
ওদের হাতে ঘড়ি নেই
সূর্য ওদের ঘড়ি।
কয়েক ছটাক চাল, কিছুটা ডাল
সব্জি, আনাজ, ত্যানা জোগাড় করতে করতে
বয়স কখন গড়িয়ে গেছে
খেয়াল করেনি ওরা।
আজই ওরা চলে গেল
অন্য কোথাও, নতুন আশ্রয়ের খোঁজে। ফেলে গেছে ভাঙা উনুন, ছেঁড়া শাল পাতা
আর কিছুটা নুন, যা দিয়ে ওরা
ভাত খেয়েছিল।
আজো পূব আকাশ রাঙিয়ে সূর্য ওঠে
পশ্চিমাকাশে লাল রেখা টেনে অস্ত যায়।
হয়তো আজো ওদের দিন চলে যায়
সব্জি, আনাজ, লবণ, ত্যানা
জোগাড় করতে করতে…….।