আমার একটা উঠোন দরকার
*ব্রজকিশোর রজক*
একটা উঠোন প্রয়োজন……..
আমার একটা উঠোন দরকার। একটা একান্নবর্তী উঠোন।
খড়ের চালা থেকে হাসতে হাসতে যেখানে বৃষ্টিফোটারা আনন্দে মিশে যেতে পারে আপন মাটিতে।
আমার একটা উঠোন দরকার, যেখানে আমার সন্তান, আমার শৈশবকে ছুঁয়ে দেখবে আপন খেয়ালে। যেখানে বেড়াটিও ভয় পাবে বড়টি হওয়ার।
আমার একটা উঠোন দরকার। তুলসীমঞ্চে প্রদীপের উষ্মায় পালিত হওয়া সেই একটা খোলা উঠোন, যেখানে থেকে আকাশটা খুব কাছে। যেখানে আমার মা কিংবা আমার সন্তানের মা লক্ষীপ্রতিমার মতো সকাল সন্ধেকে আগলে রাখবে আপন আঁচলে।
আমার একটা মাটির সোঁদা গন্ধে মশগুল উঠোন প্রয়োজন। যেখানে শেষবেলায় ঘুম এলে নিশ্চিন্তের একটা শেষ ঘুমে জীবনের দুয়ারে একটা পর্দা দেওয়া যায়। যেখানে তুলসী পাতায় ঢাকা আমিটিও মিশে যেতে পারি এই তোমাদের শ্বাসে বা সন্মানে।।
================================