ফেলে আসা সেই দিনের কথা
আব্দুস সালাম
🌱 🌱 🌱 🌱
ফেলে আসা সেই দিন গুলো আজ পুরনো স্মৃতি।
আগের মত আজও পুর্বে ওঠে সূর্য,
পূর্ণিমাতে চাঁদ
আজও দেখি ছাদে।
দেখি চাঁদের গায়ে লাগা কালো দাগ।
ধুয়ে কেহ করেনি পরিষ্কার।
তারা গুলো মিটমিট করে
লড়ছে চাঁদের সাথে, অস্তিত্বের লড়াই।
পাশাপাশি বসে আড্ডায় কত শত করেছি গল্প,
সেই মুগ্ধকরা স্মৃতিগুলো
মনে পড়ে এখন দফায় দফায়।
কত সাঁতার কেটেছি
গ্রামের পুকুরে দল বেঁধে,
ডুবুরি সেজে কত করেছি খেলা।
গেছি আল পথ বেয়ে
দুরের গ্রামের বিদ্যালয়ে।
রাস্তার ধারে পুকুরে অনেক শালুক ফুল
গামছা পড়ে তুলেছি,
গড়েছি গলার মালা।
সে কি আনন্দ!
আজ তার স্বাদ জাগে হৃদয়ে।
যদি ফিরে পেতাম সে দিন ভালোই হতো
রাখতাম যতনে চিরতরে।
আগের মত আজও পুর্বে ওঠে সূর্য,
পূর্ণিমাতে চাঁদ
আজও দেখি ছাদে।
দেখি চাঁদের গায়ে লাগা কালো দাগ।
ধুয়ে কেহ করেনি পরিষ্কার।
তারা গুলো মিটমিট করে
লড়ছে চাঁদের সাথে, অস্তিত্বের লড়াই।
পাশাপাশি বসে আড্ডায় কত শত করেছি গল্প,
সেই মুগ্ধকরা স্মৃতিগুলো
মনে পড়ে এখন দফায় দফায়।
কত সাঁতার কেটেছি
গ্রামের পুকুরে দল বেঁধে,
ডুবুরি সেজে কত করেছি খেলা।
গেছি আল পথ বেয়ে
দুরের গ্রামের বিদ্যালয়ে।
রাস্তার ধারে পুকুরে অনেক শালুক ফুল
গামছা পড়ে তুলেছি,
গড়েছি গলার মালা।
সে কি আনন্দ!
আজ তার স্বাদ জাগে হৃদয়ে।
যদি ফিরে পেতাম সে দিন ভালোই হতো
রাখতাম যতনে চিরতরে।
ঠিকানা :-
পোস্ট :-বহরমপুর ,জেলা :-মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
পোস্ট :-বহরমপুর ,জেলা :-মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ