জীবন জ্যোতি
অর্পিতা দাশগুপ্ত ঠাকুর
🌱 🌱 🌱 🌱 🌱 🌱
জুয়ার চালে জীবন চলে ,
কখনো হার কখনো জিত,
কখনো হার কখনো জিত,
জীবন মানে কঠিন জবাব,
নাড়িয়ে দেবে মনের ভিত।
নাড়িয়ে দেবে মনের ভিত।
হঠাৎ সময় আলগোছেতে
হাতছাড়া হয়ে অন্য কারও,
হাতছাড়া হয়ে অন্য কারও,
মিথ্যা কোনো আপোস নয়,
সত্য দিয়ে লড়াই করো।
সত্য দিয়ে লড়াই করো।
আজকে যারা নিন্দা করে,
কালী ছেটায় তোমার গায়ে,
কালী ছেটায় তোমার গায়ে,
লজ্জা পাবে তারাই সেদিন,
নিজেদের এই কথার দায়ে।
নিজেদের এই কথার দায়ে।
আগুন ঝরাও দুচোখে তোমার,
চোখের জলে না ভেসে,
চোখের জলে না ভেসে,
আলোর জগত তোমার সামনে,
নিজের থেকে দাঁড়াবে এসে।।।
নিজের থেকে দাঁড়াবে এসে।।।
সুন্দর
Sundor lekha
This comment has been removed by the author.
সুন্দর