শিরোনামঃ অবুঝ মেয়ে
কবি – কনিকা রায়
এক ছিল দুষ্টু মেয়ে
তার স্বপ্ন ছিল দুটি,
একটি ছিল মজার খাবার
পোশাক ছিল অন্যটি।
দিনরাত্রি ভাবতো শুধু
খাবো কত খাবার,
নতুন পোশাক কিনবো কবে
কিনবো আমি আবার?
একটা খায়, একটা ভাবে
খাবো আমি পরে,
দশটা কেনে পোশাক তবু
মনটা না তার ভারে।
পড়াশোনায় বড্ড ভালো
মন দেয় না শুধু ,
নাচে,গানে, পারদর্শী
আবৃত্তিতে মধু।
এতকিছু গুন আছে তার
বোঝেনা সে তবু ,
দিনরাত্রি বোঝাই সবাই
বোঝেনা তো খুকু।
————————————-
কনিকা সরকার রায়
দক্ষিণ দিনাজপুর