কবিতা- অতীতের বাঁকে
✍️সুমিতা চৌধুরী
হারিয়ে যাওয়া পথের বাঁকে গল্পের স্বরলিপি,
সময় যানে হয়েছে সওয়ার যেন।
একলা রাতে মন কুড়ে খায় নিশুতি ঐ চাঁদ,
স্মৃতির উজানে ফেরারী এ ডাক কেন?
কানে বাজছে নিরবচ্ছিন্ন ঝিঁ-ঝিঁ পোকার কনসার্ট,
চিলেকোঠার ছেঁড়া পাতায় ভাসছে জলছবি।
চোখের কোণে মন কেমনের নোনতা জলের স্বাদ,
আমাকে ছেড়ে যাচ্ছে যেন আমারই প্রতিচ্ছবি!
ঝাপসা ধোঁয়ায় হুইশেলটা ডাকছে সবেগে,
লালবাতিটা জ্বলছে আজো ছেড়ে আসা স্টেশনে।
পাঁচমিশালী গল্পের কামরায় কত-শত মুখ,
সুখ-দুখের পসরা সাজিয়ে রেখেছে যতনে।
শরীরি খোলস ছেড়ে দেখি এক কিশোরী মেয়ে,
অপেক্ষমান ফিরতি ট্রেনে যেতে উদ্যত।
হাঁকছি কতো আপন নামে, তবু স্বর দিচ্ছে না সঙ্গ!
মন কখন ছেড়েছে পোশাকী শরীর, স্বাধীন ইচ্ছে মতো।
অতীতের চোরা গলিপথে এভাবেই হারাই আজ
আমার আমিকে, হঠাৎই ফেরারী স্মৃতির ডাকে।
কোন জাদুকাঠিতে বর্তমানকে ঢাকে অতীত,
ভবিষ্যতের হিসেব-নিকেশ মুলতুবি রেখে!!