“বৃষ্টিকে আহ্বান”
অজয় ঋষিদাস
🌱🌱🌱🌱🌱
বৃষ্টি তুমি আমার হৃদয়াকাশে-
ভালোবাসা হয়ে ঝরো
তোমার ওই কোমল ছোঁয়ায়,
আমায় একটু আদর করো !
আমার মনে জাগাও তুমি ভালোবাসার গান ;
রিমঝিম সুরে বাড়াও তুমি তোমার প্রতি টান |
বৃষ্টি তুমি আমার মনে মায়ার সৃষ্টি করো |
আমার ভাবাবেগ মনের হাতটি একটু ধরো ||
বৃষ্টি তুমি পালিয়ে যাবে নাতো আমায় ছেঁড়ে অন্য কোনো বনে;
এই কথা ভাবলে’ই আমার হৃদ-কমলে রক্ত ঝরে সংগোপনে |
বৃষ্টি তুমি নেমে এসো আমার হৃদয়-তীরে |
তোমার ওই রূপের ঢেউ ; আমার হৃদয়-গাঙে উথাল-পাতাল করে ||
তোমার ওই পাগল করা হাসি আমায় কেমন জাপটে ধরে !
তোমায় দেখে আজ আমার ভাবনা-চিন্তা কল্পনার জগতে অন্য কাউকে স্থান দিই, তুমিই বলো কেমন করে ||
তাইতো আমি আজ সৰ কিছু ভেবে;
শুধু তোমাকেই স্থান দিয়েছি মোর চিত্তে ||
আমার একলা নীরব রাতে;
বৃষ্টি তুমি আসবেতো ঠিক আমার কথা রাখতে |
ভালোবাসা হয়ে ঝরো
তোমার ওই কোমল ছোঁয়ায়,
আমায় একটু আদর করো !
আমার মনে জাগাও তুমি ভালোবাসার গান ;
রিমঝিম সুরে বাড়াও তুমি তোমার প্রতি টান |
বৃষ্টি তুমি আমার মনে মায়ার সৃষ্টি করো |
আমার ভাবাবেগ মনের হাতটি একটু ধরো ||
বৃষ্টি তুমি পালিয়ে যাবে নাতো আমায় ছেঁড়ে অন্য কোনো বনে;
এই কথা ভাবলে’ই আমার হৃদ-কমলে রক্ত ঝরে সংগোপনে |
বৃষ্টি তুমি নেমে এসো আমার হৃদয়-তীরে |
তোমার ওই রূপের ঢেউ ; আমার হৃদয়-গাঙে উথাল-পাতাল করে ||
তোমার ওই পাগল করা হাসি আমায় কেমন জাপটে ধরে !
তোমায় দেখে আজ আমার ভাবনা-চিন্তা কল্পনার জগতে অন্য কাউকে স্থান দিই, তুমিই বলো কেমন করে ||
তাইতো আমি আজ সৰ কিছু ভেবে;
শুধু তোমাকেই স্থান দিয়েছি মোর চিত্তে ||
আমার একলা নীরব রাতে;
বৃষ্টি তুমি আসবেতো ঠিক আমার কথা রাখতে |
💦💦
💧সমাপ্ত 💧
💧সমাপ্ত 💧