আজকের ভালোবাসা
অজয় ঋষিদাস
আজকের দিনে ভালোবাসা হারিয়ে যাচ্ছে , মানুষের জীবনের মোড় থেকে |
ভালোবাসার মাঝে আজ আর কোনো সরলতা নেই ;
নেই কোনো হৃদয়ের টানাপোড়েন |
আজকের ভালোবাসা মানে যেন একটা সম্পর্ক ——
প্রয়োজন মিটলেই দূর করে ফেলে দাও, ছাড়ানো কলার খোঁসার মতো |
আজ আর ভালোবাসার মাঝে নেই কোনো দৃঢ় বন্ধন |
ভালোবাসারা আজ হাসি মুখে দিনরাত বাঁধন ছিঁড়ে চলেছে |
আসলে , মানুষ ভালোবাসতে ভুলে গেছে !!
ভালোবাসার গভীরতা কতটা হতে পারে ——–
আজকের মানুষের ভাবনা চিন্তার বাইরে |
সত্যিই আজ ভালোবাসা হারিয়ে যাচ্ছে ,
মানুষের বাস্তবের দৃঢ় চলার পথের বাঁকে বাঁকে | |
——-====——-