পরস্পরা–
— সৌগত রাণা কবিয়াল
মেঘেদের রাজ্যে হঠাৎ করে ১৪৪ ধারা….!
সবাই বলছে কেও একজন আসছে….!
মানুষটার নাকি অদ্ভুত সুন্দর মন…..!
আর চোখের কথা বলছো…..?
সে তো সবাই দেখেছে…..!!
——
নিরোর বাঁশি…
–সৌগত রাণা কবিয়াল
আমাকে ছুঁলে আজ তোর হাত পুড়ে যাবে…!
একদিন নিজে আগুনে জ্বলে তোকে উষ্ণতা দিয়েছিলাম….!
বোকা, তুই এতোটাই পুড়িয়েছিস আমায়
যে আজ আমি শ্রেফ এক জ্বলন্ত এক কয়লা…!
আজ আর এখানে আর কোন উষ্ণতা নেই…!
ছুঁতে চাইলেই বরং হাত পুড়বে তোর…..!