হব অনন্ত শিশির
✍️সত্যেন্দ্রনাথ পাইন✍️
আজ আমি এ জীবনে
সুখ দুঃখ হাসি কান্না ভুলে ফেলে সব বাঁধনে
গ্রহন করেছি যত
তার চেয়েও অধিক
পেয়েছি মমতা
রিক্ততার বিস্মরণে
উদাসীনতার
মাশুল গুনে!
আজকে আমার প্রাণে দোলে
পূর্ণিমার চাঁদের আঁধার ধোঁয়া ইস্তাহার অন্তরালে
মুক্তির আকুলতা
পল্লবে পল্লবে
যেখানে চোখ মেলে দেখবে
সৃষ্টি ছাড়া উল্লাস!
আর, নব নব বাতাস
আন্দোলিত হবে গাছে গাছে
ঘাসে ঘাসে
বাঁধন হারা কবির মতন।।
কোটি কোটি আলোকবর্ষের উজানে
লাগবে প্রাণে অসংখ্য
ছন্দ লয় তাল
উচ্ছ্বাসে উচ্ছ্বাসে।।
আমি হব তখন আদিম পাগলা
এক অনন্ত শিশির।।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});