নিশিঁতের কাব্য গুলো, যেন আজ উরন্ত বসন্ত।
নিশ্চুপ কাব্যের বিমুগ্ধ রজনীতে,
আমি হাজারো স্বপ্ন নিয়ে, নির্ঘুম প্রহর গুনি।
তুমি কবে আসবে, ওগো মায়াবিনী?
সাত প্রহরের দ্বীপ থেকে একমুঠো প্রেম এনেছি,
স্বপ্নিল বাগান থেকে এনেছি হাজারো স্বপ্ন।
উরন্ত মেঘের কোল থেকে, বর্ষাকে দিয়েছি ছুটি।
তুমি কবে আসবে, ওগো মায়াবিনী?
মিষ্টি বিকেল টাকে রাঙিয়ে রেখেছি,
ফুলে ফুলে সাজিঁয়ে রেখেছি গোঁধুলি।
তোমার খোপায় পড়াবো বলে,
গেঁথে যাচ্ছি হিজল ফুলের বেণি।
তুমি কবে আসবে, ওগো মায়াবিনী?
তোমাকে একেঁছি সখি দিগন্তে নীলিমায়,
তোমাকে দেখেছি, ঝরনার আকাঁবাকাঁ মোহনায়!
তোমার এলোমেলো কেঁশে হারিয়েছি আমি,
দুর্লভ সেই মহাকাশের আভায়।
যদি তুমি চাও কভু, আলতা পরিবে পায়!
তোমারো তরে সখি, ধরিবো জীবন বাজি।
রঙধনু থেকে সাত রঙ এনে,
আলতা পরাবো তোমারো পায়।