নীল গগন
মো: তাইজুল
****************
মনে হয় আমি নীল গগনের
রঙিন একটি ঘুড়ি
সাপের মত লেজ দুলিয়ে
হেলে-দুলে উড়ি!!
মনে হয় নীল গগনের
রঙিন একটি তারা
নিবি নিবি জ্বলি আমি
সারা রাত্রি বেলা!!
মনে হয় আমি আকাশ মাঝে
সাঁঝের সাথে আছি
ফিরিব মেঘের সাথে
হিমালয় খুঁজি!!
মনে হয় আমি সবুজ ঘাসের
শিশির একটি কণা
ছোঁয়া পেলে ঝরে পরি
বালু কুচির বন্যা!!
মনে হয় আমি জোৎস্নায় ভরা
চাঁদের হাসি
নদির জলের ঢেউ
জীবন আমার রঙিন হয়েছে
জানে না তো কেউ!!
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});