আর্তনাদের দরজার সামনে দাঁড়িয়ে
নাসির ওয়াদেন
কিছুতেই পেরোতে পারছি না, দরজাটা
চোখের পরদা ঘুমায় পথে, হাতের নাগালে
শুয়ে শুয়ে শিশির ঘাসগুলো
আলটপকা বাউল গান গায়
আলকাপের দোহার রাত ভেঙে ভোর
জেগে আছে চোখ, নিখুঁত ইশারা ,,,,,
মুখে মুখে বাতাস তক্কি করে হাসে পাখি
আকাশের চাঁদ নেমে নদী ভাসাতে চায়
কিছুতেই পেরোতেই পারছি না ক্ষুধার
তেপান্তর মাঠ, মাটির ক্ষত, ধুলোমাখা রাত
আমাকে যতই গঞ্জনা দাও না কেন, তুমি
তোমার অ-ছোঁয়া টিপ আমার স্পর্ধা ভাসায়
যখন নিশুতি জোৎস্নার মায়াচর পেরিয়ে
উঠোনের দরজা পেরোয়, তখন আমি
পথ হারিয়ে ফেলেছি
এতদিন যে দরজা দিয়ে প্রতিদিন হাঁটি
মুখের উপর সেই পথ বিভ্রান্ত, ফুল ফোটে
আজকে কিছুতেই দরজা ভেঙে দাঁড়াতে
পারছি না, ভরসার চাঁদ স্বপ্ন দেখে
কুয়াশাচাদর গায়ে শীত হাসছে বারান্দায়
ভাবছি, কীভাবে দরজাটা পেরোতে পারি
——-
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});