অভিযান
******
✍️দিলীপ কুমার মিস্ত্রী✍️
****************,
অজয় আজান উধাও হঠাৎ
থানা পুলিশ শেষ,
গ্রাম শহরে মিটিং মিছিল
উত্তাল গোটা দেশ।
বছর শেষে গভীর রাতে
পুলিশ তাদের ধরে,
আদর করে খাইয়ে দাইয়ে
ফেরায় নিজের ঘরে।
পাড়া-পড়শি শুধায় যখন
কেন এমন করলি,
হঠাৎ করে পালিয়ে তোরা
কয়খানা ভূত ধরলি?
অজয় বলে, মানুষ খুঁজতে
ছিল এক অভিযান,
নয় বৌদ্ধ, নয় হিন্দু,
নয় গো মুসলমান।
শেষ হয়নি দুইভাইয়ের এই
সোনার অভিযান,
মানুষ খুঁজে আনবো’ই মোরা
গাইব বিজয় গান।
মানুষ খোঁজার এই যুদ্ধে
তোমরাও এসো ভাই,
মানুষ ধর, আপন কর,
ধর্ম বিচার নাই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});