একদল শব্দের মুঠো নির্যাস থেকে
ক্লেদাক্ত কিছু সৃষ্টি, আমার
লেখ টেবিলের তলায়
সময় ভাঙ্গার আগেই একটা বেড়াল
পায়ের কাছে,
কুমীর না বেড়াল তা অনুভবের আগেই
পিঠবেয়ে এক ভয়ংকর শীতল অজগর
নেমে এসে জড়োসড়ো কুন্ডলী।
রানওয়েতে উড়িয়ে দিয়েছিলো
স্বপ্নের উড়ান। চায়না যাদু লন্ঠন আর
আলোর ফানুসেরা
মৃত মুখের সব ঝুলছাই আলোশেষে
নেমে আসে এ পৃথিবীর মাঠে।
রানওয়ে আর একটা পরিত্যক্ত বাসরঘর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});