★শুভ নববর্ষ★
☀️☀️☀️☀️☀️
-কাছেন রাখাইন
—————————–
নিগ্রো তরুণীর মতো টসটসে রাত।
আধো আলো আধো আঁধারী
সমগ্র ভুবন জুড়ে।
মৃদু মন্দ শীতল পরশের কম্পিত
অন্নহীন,বস্ত্রহীন, ছিন্নমূল ও বস্তিবাসী।
বারোটা এক মিনিট এখনো বাজেনি।
কিছুক্ষণ পর বেজে উঠবে।
নববর্ষের উদযাপনের সমগ্র বিশ্ব জুড়ে নানান আয়োজন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তরল জলের নানান রঙের বাহার।
পান করে হৃদয় মন জুড়াবে।
নানান ঢঙের দোলিত ও আন্দোলিত হবে সুসজ্জিত দেহগুলো।
হাই সোসাইটিতে, ছোট বড় বিভিন্ন ক্লাবের, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজ প্রাঙ্গনের ব্যান্ড ও রক সংগীতের প্রকম্পিত হবে সমগ্র বিশ্ব জুড়ে।
হাই বলিয়মের বেজে উঠবে,তাম্মা তাম্মা, দে দে তাম্মা….।
তথাপি আমার মন আনন্দের জেগে ওঠে না।
নানান বাদ্যযন্ত্রের ঘুমও আসেনা।
অতটুকু তন্দ্রা আসলে আঁখি যুগলে ভেসে উঠে, অন্নহীন, বস্ত্রহীন মানুষের ছেড়া কাপড়ে নিদারুন কষ্টের বাহার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ধীরে ধীরে ভোর হলো।
গগণে নব সূর্য উড্ডীয়মান।
মনে হলো সুসজ্জিত নব দিগন্ত।
নব রঙের রাঙিয়েছে সমগ্র ধরনী।
নানান ফুলে সৌরভে সৌরভিত ও উচ্ছ্বাসিত মানুষের মনে – প্রাণে।
এই উচ্ছ্বাসের বাংলার ঢোল আর তবলা নেই।
নেই কোনো বাউলে একতারা মন মাতানো সুর।
বাংলা নববর্ষের মতো কবিদের উচ্ছ্বাস নেই।
নেই কোনো কবিদের লম্বা লম্বা ঝাকানাকা চুল,
খোঁচা খোঁচা দাঁড়ি আর মোচ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাংলা নববর্ষের মতো নানান বর্ণের,
নানান সম্প্রদায়ে,নানান সংস্কৃতিতে সংমিশ্রণে মতো আনন্দ নেই ইংরেজী নববর্ষের।
চাকমাদের বিঝু,রাখাইন,মার্মাদের সাংগ্রেন,ত্রিপুরাদের বৈসু এর মতো প্রাণোচ্ছ্বল নেই।
নেই কোনো নানান রঙের, নানান ঢঙের, নানান পোষাকের সুশোভিত।
তথাপি নব প্রজন্মের তরুণ – তরুণীদের ডিজে ও নানান রক সঙ্গীতের উদ্যাম নৃত্য তালে তালে ধলে পড়ে ধরণী।
প্রাণে প্রাণে মাতনদোলা,মাতোয়ারা – এই যেনো পৃথিবীতে সর্রশ্রেষ্ঠ একটি দিন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নববর্ষ।শুভ নববর্ষ।
এই নববর্ষের সবাইকে রক্তিম শুভেচ্ছা।
পুরনো বর্ষের সকল দুঃখ,কষ্ট,বেদনায় ধুয়ে মুছে যাক।
নববর্ষের সংস্পর্শে নবরুপে,নব আঙ্গিকে,নব রঙের রঙিন হোক মানবের জীবন।
আনন্দের ভরে উঠুক ধর্ষিতা নারীদের জীবন।
সকল বর্ণবাদ,সম্প্রদায়িকবাদ,সন্ত্রাসবাদ,মৌলবাদ ও জঙ্গীবাদের নিপাত যাক, মানবতার মুক্তি পাক,
এই হোক মোদের অঙ্গীকার।।।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});