বন্ধু সুসময়
✍️বীরেন আচার্য্য✍️
—————-
আসার আশায় আজও গুনি অপেক্ষার প্রহর ,
একাকী মূহুর্তে যখন শুনি নিজেরই নিঃশ্বাসের শব্দ ,
তারা গোনা রাতে ভাবি এই বুঝি তুই এলি ;
তোরই জন্য ভাবনাগুলো রেখেছি পাট করে সাজিয়ে –
শুধু আমি নই রে , দেখ্ লাখ -লাখ ,কোটি -কোটি ,
মানবতাকে এমন করে দিস্ না চিতায় তুলি ।
গণতন্ত্র আজ এ্যাজমা রুগী ,
তরুণের স্বপ্নে আর আঁকা হয় না চিত্রিত ছবি
ভবিষ্যতের আকাশটা আজ আর নেই সেই নীল ;
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংবিধান ছুঁয়ে প্রতিশ্রুতির গাঁদি -খেলা ,
রাজা সাজার কি নিদারুণ লড়াই –
দেশপ্রেমের নিলামে কর্ম -কর্তব্যে বড়ই অমিল ।
লালসার লেলিহান শিখায় পোড়ে সতীত্ব
ময়নার বাসি গর্ভও ছোঁবে বলে দুর্যোধন বাজায় ঊরু
স্বপ্নের বাগানে বসে পাখি আর গায় না গান ;
নজরুলের মিলনতীর্থে অপচেষ্টার বিভেদের প্রাচীর
শিক্ষালয়ে ঈশ্বর কাঁদে মাটিতে ছিন্নভিন্ন শরীরে –
ছাত্রীবাসে নারকীয় অসভ্যতায় পুঞ্জীভূত অভিমান ।
নেতা সব অভিনেতা , চতুর অভিনয় –
শকুন হয়ে অমানবিকতার ভাগারে ভোটার খোঁজে ,
বিবেকের বন্দকিতে বিবেকানন্দ অশ্রুনীরে ;
তোর আসার আশায় গুনি প্রহর আজও –
আয় না সুসময় ! বন্ধু আমার ! প্রেমিক আমার !
আয় ! আমার যত সাজানো ভাবনার ভীড়ে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});