Spread the love

ভন্ডামী র আবর্তে লালিত বিশ্বাস

আবদুস সালাম
১)একটা প্রস্তাবিত অবক্ষয় ডানা মেলছে আকাশে
শূন্যের স্তম্ভ দিয়ে তুলেছি দালান ঘর
থরে থরে সাজানো মহাশূন্যের আসবাব
আশা হারিয়ে ফেলছি ক্রমশ

আত্মিক দৈন‍্যতায় আমরা দিশেহারা
সময়ের বিষন্নতায় তীর ছুঁড়ছি এলোপাতাড়ি
মূল্যবোধের আদিম হিংস্রতা আমাদের মননে
বিশ্বাসের আড়ালে অবিশ্বাস ডানা
মেলছে
প্রেমের নদীতে বক মাছ ধরে  চলছে ক্রমাগত
@@@
গন্তব্য
আবদুস সালাম
সঙ্গে নিয়েছি ইহকালের পোশাক
প্রতি দিন প্রহরগুনছি পরকালের

আগুনের উপত্যকায় গাওয়া হচ্ছে ষড়যন্ত্রের গান
দাঁড়ি ভর্তি সংলাপ আর মূর্খামী ভর্তি আশা গুলো উড়ে যাচ্ছে
মনখারাপ পাহাড়ি ঝর্ণায় নগ্ন স্নানে ব‍্যস্ত

মদের দোকানের সামনে বসেছে সভা
পালিত হবে জাতীয় শোক
এক্ষুনি ইমেইলে  জানলাম অবশিষ্ট রক্ষীবাহিনী মরু ঝড়ে দিশেহারা

সহবাসের বিজ্ঞাপন ঝুলছে রাস্তার মোড়ে মোড়ে
জাহান্নাম কিনে নিয়েছে সব জমি

পরকাল বন্দি আজ ওদের হাতে

মনখারাপ গুলো সঙ্গে নিয়ে চলেছি ইহকালের পোশাক পড়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *