Spread the love

ভাবতেও পারো’

✍️অগ্নিমিত্র ( ডঃ সায়ন ভট্টাচার্য)✍️

আমি আছি এখানেই
তোমার মনে- মস্তিষ্কে..
শিরশিরে হাওয়ার শীতল ছোঁয়ায়
আমারই জেনো স্পর্শ পাবে ।..
ভাবতেই পারো, অপাংক্তেয় আমি,
কোনো কাজেই লাগি না ;..
তাও আমি আছি, ভালোভাবেই আছি
তোমার চারদিকে ছড়িয়ে !…
কুয়াশার চাদরটা সরে গেলে
আবার আমায় দেখতে পাবে..,
বুঝতে পারবে আমার অস্তিত্ব  ।
যেদিন থাকবো না, সেদিন তো
জানতেই পারবো না
কেউ আমার কথা ভাবে কিনা;..
অন্ততঃ এখন বেঁচে আছি যখন
ভাবতেই পারো, আমি আছি ..।।

¤৹¤৹¤৹¤৹¤৹¤৹¤৹¤৹¤



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *