ওরা একুশের জন্মদাতা
কবিতা সামন্ত
একুশে ফেব্রুয়ারির মাতৃভাষার দিনটা জন্ম দিলো যারা;তারা কোথায় যে হারিয়ে গেলো!
আজ সকলেই মাতামাতি করে ভাষা দিবস নিয়ে,
যাদের রক্তে লাল হয়েছে এই একুশ তাদের
জানিও শত সহস্রবার মাথা নত করে শ্রদ্ধাঞ্জলি,
লাল পলাশের পরাগ মাখা গায়ে ঘুমিয়ে আছে,
বসন্তের কোকিল যখন ডাকে ওরা কান পেতে শোনে,
একুশের ভোর কৃষ্ণচূড়ার লাল রঙে মিশে আছে,
লালে লাল আবীর আর উড়ানো হোলনা বাতাসে,
মাটিতে লেপে দিয়ে গেলো সেই লাল রঙের রক্ত,
ওরা যে নব জাতকের জন্ম দিতে গিয়েছিল,
ওরা যে গর্ভকোষে ভাষা জয়গান ধারন করেছিল,
একটিবার কান পেতে শোন ওদে সেই প্রসব যন্ত্রণা,
একটিবার চলোনা শিশু টিকে আকড়ে ধরতে,
একটিবার চলোনা একুশের মুখে হাসি ফোটাতে,
চোখের জলে সব ধুয়িয়ে দিওনা ওদের গাঁথা মালা,
মঙ্গল প্রদীপের তাপ দিও সাজিয়ে বরণ ডালা।।