Spread the love

ওদের মাথা খারাপ হয়ে গেছে
কলমে:- হান্নানুল মোহাজ্জেরীন

**************************

ওরা প্লাবন এনেছে রাজপথে
তাই ওদের ফেরাতেই হবে।
তাই জল কামান আর লাঠি পেটায়
এলোপাথাড়ি হয় ওরা লুটোপুটি করে।
ওদের রক্তে রাজপথ আজ রঞ্জিত।

ওদের আরো মারো
মেরে হাড়গোড় এক করে দাও।
ওরা বারবার স্পর্ধা দেখায়
আর বিদ্রোহ করে।
প্রাচীন যুগ থেকেই ওরা
ওটা করে আসছে।
কখনো সম্রাট কখনোবা সুলতান
কখনো জমিদার কখনো ব্রিটিশ,
চাপিয়ে দেওয়া করের বোঝা
বইতে বইতে ওরা সর্বস্বান্ত হয়েও
চুপ থাকেনি।
ব্রিটিশদের বিরুদ্ধেও ওরা
লড়াইয়ের ডাক দিয়েছিল
কি সাংঘাতিক ওদের স্পর্ধা।

আজ তোমাদের নিয়ে আসা বিলের
বিরুদ্ধেও ওরা কথা বলে|
ওদের খুব স্পর্ধা হয়ে গেছে
তাই ওইসব চাষাদের
জব্দ করতেই হবে।

বোকারা বারবার
রোদ-বৃষ্টি তোয়াক্কা না করে
বুকের রক্ত জল করে
দিনরাত এক করে দিয়ে
ফসল উৎপাদন করে।
অসভ্যরা সবার মুখে
অন্ন তুলে দেয়।
ওরা কোনমত সংসার চালিয়ে
উৎপাদন করে আর ন্যায্য মূল্য চায়।
বোকাদের মাথা খারাপ হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *