এবার ছুটি নোব
***********
ডঃ অরুণ চক্রবর্তী
****************
এবার ছুটি নোব।
তোমাদের দেখে ক্লান্তি আসে, নিবিড়
অবসন্নভাবে, জড়িয়ে থাকি নিজের চিন্তাকে;
মনে হয় ভুল লেখায় অঙ্ক কষায় গিয়েছে বৃথা সময়!
এবার ছুটি নোব; হারিয়েছি সব আগ্রহ,
তোমাদের বন্ধুত্ব আর বুদ্ধিতে!
নেই বোধ, নেই বিবেক,
ভদ্রতা; ঔদার্য্য তো দূরের কথা!
স্বার্থপর কিছু বিচরণ, হিংস্র মেলায়েম হাসি,
এক যোগে,আক্রমণ, বিজয়ী তবু হতে পার না!
ঘরহীন যারা, সূত্রপাত করে তারা,
আরো কারো ঘর ভাঙার!
মন্ত্রহীন তারা, লয়ে চলে অমঙ্গলছায়া!
দুস্থ প্রচ্ছায়া!
এবার ছুটি নোব; দূরত্বের ছুটি,
হয়তো আপাতত, হৃদয় থেকে, পরে শরীর থেকেও,
অনেক দীর্ঘশ্বাস, আর না পাওয়ার বেদনায়,
মুহ্যমান তোমরা,
দিয়েছো আমায় ক্লেশ আর অকারণ হিংসা!
এবার ছুটি নোব; দিন, রাতের কাছ থেকে,
এই প্রহরীহীন কারাগার হতে!
এতক্ষণে, আমার বোধগম্য হয়েছে;
ধূসর করে দেবে অনায়াসে,
স্থবির, ধূর্ত বন্ধু সেজে এই তোমরা!
(REGISTERED UNDER COPYRIGHT ACT)