এগিয়ে নিয়ে যেতে হবে
✍️কবিরুল✍️
এলোমেলো পথ , আঁকাবাঁকা জ্যামিতি
কখনো চড়াই বা কখনো উতড়াই –
তবু এগিয়ে যেতে হবে
মুঠোয় নিয়ে প্রাণ , বিপদের ঝুঁকি
সামনে আরো সামনের দিকে ক্রমাগত।
আকাশে কালো মেঘের ঘনঘটা
ঝড় আসছে ; উত্তাল নদী , সমুদ্র
মাঝে মাঝে অশনি সংকেত
পদে পদে মৃত্যুভয় , বাড়ছে শঙ্কা
জানি এ পথ বড় কঠিন , দুর্গম!
তবু আমাদের এগিয়ে চলতে হবে
জোরে , আরো জোরে সামনের দিকে।
বন্ধুর এ পথে পিছনে তাকানো যাবে না –
পিছন ফেরা মানেই পরাজয় নিশ্চয়।
রুগ্ন শরীরে , পেটে বুরুণ্ডির ক্ষুধা –
হৃদয়ের ভিসুভিয়াস জ্বলছে দপ দপ করে।
বিপ্লবের আঁচ পড়ছে ছড়িয়ে চোখে মুখে
মুঠোয় ভরে প্রাণ ছুটতে হবে দুর্নিবার গতিতে
তবেই আসবে জয়, ফুটবে শুকনো মুখে হাসি।
আসবে রক্তিম ভোর , উড়বে বিজয় কেতন।
**************************
https://www.patrika.kabyapot.com