Spread the love
একাকীত্বের অবসান                           
*******************
✍️দুলাল সুর✍️
, ***************              
নীরব অভিমানে একবুক প্রত্যাশায়
ভালবাসার স্মৃতি মধুর কল্পনায়
অমলিন পূর্ণিমার নীল জ্যোৎস্নায় ভিজে 
অনুভবে পিপাসু এ হৃদয়
আনমনে ছবি আঁকে অশ্রুধারায়।
অস্থির যৌবনের সন্ধিক্ষণে 
নিদ্রাহীন মায়াবী রাতে
চমকে উঠি বারেবার, তাকাই বন্ধ দ্বারে
একাকীত্বের বুঝি হল অবসান
সলজ্জ নয়নে প্রিয়ার উচ্ছল আগমনে!  
*************************
কবি পরিচিতি –  
কবি  শ্রী দুলাল সুর, জন্ম ১৯৬২ সালের ৮ই নভেম্বর, উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম নিবাসী। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট। ছাত্রাবস্থা থেকেই পড়াশুনার সাথে সাথে কবিতা, গল্প লেখার প্রতি তার উৎসাহ ও ভালবাসা।  ঐতিহ্যশালী প্রসাদ পত্রিকা, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন ‘স্মরণিকা’। শিশুপযোগী ছড়ার বই ‘চুনুমুনু’, ও নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ প্রকাশিত ‘আলোর ফুলকি’ পত্রিকা এবং অনলাইন “কাব্যপট পত্রিকা’র নিয়মিত লেখক। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন-র আজীবন সদস্য,  কবিতা ও সাহিত্য রচনা  ছাড়াও  শ্রী সুর মঞ্চে থিয়েটার অভিনয়েও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ‘প্রসাদ পত্রিকার’ ‘কবিরত্ন’ সম্মান সহ বহু পদক ও সম্মানে ভূষিত। 
সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি নিজেকে জড়িয়ে রাখতে ভালবাসেন। তার শারীরিক সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *