🎈একরাশ ফাগুন মালা🎈
✒️সেঅতি কর্মকার🖋️
একা বসে আঁধারেতে,
বেহিসাবে মন মেতে
একটু এলোমেলো-
কানে ভেসে এলো,
তোমারই মূর্ছনা ;
পদচিহ্নের ধূলিকণা
উড়ে উড়ে দিয়ে যায় তোমার খবর,
শিহরিত হয়ে ওঠে স্পর্শ আঁচড়
প্রাণে দেয় দোলা,
একরাশ ফাগুন মালা |
না বোঝার ভান করে
মনের ভাঁজে দুচোখ ভরে,
খেলাচ্ছলে তোমায় আঁকি –
খাতার পাতায় ডুবতে থাকি
করতে তোমার বর্ণন,
কথা হারায় আমার কথন
অগোছালো ওই ঢেউয়ের তালে –
স্বপ্নাতুর কোনো প্রেমের জালে
প্রাণে দেয় দোলা,
একরাশ ফাগুন মালা।
সেই মূর্ছনা কাছে আসে
আমায় ছুঁয়ে খুশিতে ভাসে –
অনুভব করি তোমার নিঃশ্বাসে ;
গন্ধে-স্পর্শে আর বিশ্বাসে।
দূরে গেলে কখনো কাছে এলে
বন্ধ চোখেই আবেশ মেলে –
প্রাণে দেয় দোলা,
একরাশ ফাগুন মালা।
আমার প্রেম এমনি রবে,
শেষ দিনেও জেগেই যাবে –
তোমার মূর্ছনা পেলে,
যদি নিস্বাসের স্পর্শ মেলে
প্রাণে দেবে দোলা,
শেষ ফাগুন বেলা।।