কবিতা : একটি ঈশ্বরের জন্ম
কলমে : শেখ আব্বাস উদ্দিন
চেতনার ভেতর থেকে জন্ম নেয় এক একটা শব্দ
কয়েকটা বাক্য একটা গতিপথ
কয়েকটা রং মিলে গড়ে ওঠা একটা নিঃশব্দ ইমারত
যাকে আমরা কবিতা বলি।
একটা শিকড়ের ভিতর থেকে উঠে আসে একটা ভাবধারা, একটা চৈতন্যের দীপ্তি, একটা বিমূর্ত ধারণা
একটি মননের বীক্ষা,
একটা তানপুরার শহর,
একটা চিত্রকল্প আর
এক ঝাঁক নির্বাক উদাসীনতা, বিষন্ন নীরবতার গন্ধচাদর গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছি সাগর কিনারে;
খুব দ্রুত ভেঙে পড়ছে হৃৎপিণ্ডের মাস্তুল;
তাই নিজেকে অসহায় বোধ করি,
আবার আশ্বস্থ হই,
আত্মতৃপ্তির লোভী জলে সাঁতরে বেড়াই।
অনিবার্য তাকে মেনে নেওয়ার স্পর্ধা সঞ্চয় করি তিল তিল করে।
নিজেকে মনে হয় ঝড় থেমে যাওয়া অবসরে লক্ষ্য পাতাদের একজন,শায়িত ভূতলে
ঝোপের মুখে পড়ে আছি বিধ্বস্ত গোশালিকের লাশের মত
একটা কবিতার জন্য যতবার মরি, ততবার জন্মাই।
******************************************