একটি আশা ও অপমৃত্যু”
—–প্রভাষক অরুণ কুমার বিশ্বাস।
নাটোর,বাংলাদেশ।
লাশকাটা ঘরে লাশ এসে গেছে,
ময়না তদন্ত হবে|
গতকাল শম্পা আত্মহত্যা করেছে।
কেন……….. ?
মেলেনী উত্তর…
উচ্চ শিক্ষার আশায় মাতৃহীন শম্পা যখন প্রত্যয়ের প্রহর গুনছে…
আর তখন ই………!
আত্মহত্যা, নাকি হত্যা করা হয়েছে|
এটাই এখন সু হৃ দ দের প্রশ্ন?
ময়না তদন্ত, শুধু তো লোক দেখানো-
যেখানে সত্য প্রকাশে হের ফের হয়।
রাজনীতির প্লাটফরমের বেড়াকলে আজ ও
কেন? র উত্তর মেলেনি-
যেমন আজ ও প্রশ্নবিদ্ধ হচ্ছে শম্পার মায়ের মৃত্যু।
অন্যায় অক্টোপাসের দুর্বোধ্য প্রাচীর –
আজ নির্বোধ রাজনীতির বেড়াকলে মুক্ত।
তাই আজও —
বিচারের বানী নিরবে নিভৃতে কেঁদে চলেছে,
যেমন কাঁদছে শম্পার স্বজন রা ॥