" এই কি স্বাধীনতা?"
অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ।
স্বাধীনতা মানে জানেনা দেশে বুভুক্ষু মানুষ,
রাজার ধন ফুলেফেঁপে বাড়ে আড়ে বহরে,
পেটোয়ারা আজ্ঞাবহ উড়ায় তারা ফানুস।
স্বাধীনতা গুলে খেলে কি পেটের খিদে মরে?
শীর্ণ জীর্ণ দেহ নিয়ে খাদ্যসন্ধানে মরে খেটে,
কবে তারা খাদ্য খাবে,স্বাধীনতায় পেট পুরে,
স্বাধীনতায় ধনী লাথি মারে গরীবের পেটে।
গরীব মেয়ে হয় নষ্টা, কেউ দেখেনা ঘুরে।
যেজন দোষী সেই করে বিচার তুলে তর্জনী,
নষ্টা হবে রাতের রানী,দিনে দাসী চাকরানী,
রায়ে তারে শোধ দিতে হবে,তার দেহখানি,
আইন ধনীর খনিতে তৈরি,স্বাধীনতা ঋণী।