তুমি সন্ধ্যার মেঘমালা
🌱🌱🌱🌱🌱🌱🌱
সুব্রত ভট্টাচার্য্য (ঋকতান)
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
তোমার সাথে বিবাহ ঘটেনি
দেখাও হয়নি অনেতক দিন
এক একটা করে দিন শেষ হয়ে গেছে
একাকিত্বের ডানায়
হাজার ভাবনায় ।
হঠাৎই সেদিন আলপটকার মতো দেখা হয়ে গেল
ঝড়ের মতো তোলপাড় করা
প্রবল ইচ্ছেটা গোপন গর্বে
লুকিয়ে ছিলো তোমার প্রতীক্ষার কিছু বলার
বা সামাজিক কুশলতা সুযোগ্য মাতাল বাতাসের সাথে ,কিন্তু—
তোমার উদাসীনতা নীরবতা আমায় না দেখার ভানে
আমার ইচ্ছের বাগানে ফুল গুলির উপর প্রতিনিয়ত চাবুক
মেরে নিশ্চুপ রেখেছিল।
পৃথিবীর এই মাঠে চেপে থাকে
চাপা সত্যিটা নীরব নির্বিকারে,
আমার অগভীর ভাবনা আমাকে অবশ করে,-
ঘাসে লুকিয়ে থাকা রং বেরঙের কোলাজে প্রতিনিয়ত কথাকলি কুড়িয়ে নিয়েছি অক্ষরে অক্ষরে নিস্পলক চোখে
কেননা ,কেহ তখন তোমার পাশে ছিলো
আমার তখন স্বপ্নের সত্যির মতো পুনর্জন্ম তোমার দেখা ,
আমার কাছে ছিলো তোমার বার্থ ডে সেলিব্রেশন ।
দেখাও হয়নি অনেতক দিন
এক একটা করে দিন শেষ হয়ে গেছে
একাকিত্বের ডানায়
হাজার ভাবনায় ।
হঠাৎই সেদিন আলপটকার মতো দেখা হয়ে গেল
ঝড়ের মতো তোলপাড় করা
প্রবল ইচ্ছেটা গোপন গর্বে
লুকিয়ে ছিলো তোমার প্রতীক্ষার কিছু বলার
বা সামাজিক কুশলতা সুযোগ্য মাতাল বাতাসের সাথে ,কিন্তু—
তোমার উদাসীনতা নীরবতা আমায় না দেখার ভানে
আমার ইচ্ছের বাগানে ফুল গুলির উপর প্রতিনিয়ত চাবুক
মেরে নিশ্চুপ রেখেছিল।
পৃথিবীর এই মাঠে চেপে থাকে
চাপা সত্যিটা নীরব নির্বিকারে,
আমার অগভীর ভাবনা আমাকে অবশ করে,-
ঘাসে লুকিয়ে থাকা রং বেরঙের কোলাজে প্রতিনিয়ত কথাকলি কুড়িয়ে নিয়েছি অক্ষরে অক্ষরে নিস্পলক চোখে
কেননা ,কেহ তখন তোমার পাশে ছিলো
আমার তখন স্বপ্নের সত্যির মতো পুনর্জন্ম তোমার দেখা ,
আমার কাছে ছিলো তোমার বার্থ ডে সেলিব্রেশন ।
তুমি চলে গেলে ,সেও গেলো তোমার সাথে
এক গভীর ভাবনায় তোমার সুবাস
আমায় অবস করে দিয়ে হাজার সাহিত্যের মধ্যে না খুঁজে পাওয়া শব্দের উপমায় ,
সব প্রতিশ্রুতি ভেঙে অস্তমিত সূর্যের পড়ন্ত বিকেলে মহুয়ার গন্ধ ছুটে আসে ,
আর টলটল দিঘিতে সারাদিন পর বৃষ্টি নেমে আসে।।
এক গভীর ভাবনায় তোমার সুবাস
আমায় অবস করে দিয়ে হাজার সাহিত্যের মধ্যে না খুঁজে পাওয়া শব্দের উপমায় ,
সব প্রতিশ্রুতি ভেঙে অস্তমিত সূর্যের পড়ন্ত বিকেলে মহুয়ার গন্ধ ছুটে আসে ,
আর টলটল দিঘিতে সারাদিন পর বৃষ্টি নেমে আসে।।
——- – —-💐💐💐———
ঋক তান