Spread the love
                 🙏পাল্টেছে দৃশ্যপট🙏
                  ✍️উৎপল চক্রবর্তী✍️
বিষাদের বসন্ত কেটে গেল
বৈশাখও এসেছে একই বিষাদ নিয়ে, 
নেই কোন বঙ্গ ললনার হলুদ মাখা রঙিন শাড়ী পরে চুলের খোঁপায় বেলীফুলের মালা গেথে, ঠোঁট রাঙিয়ে কপালে টিপ পরে প্রেমিক হিমুর অপেক্ষায়, থাকবে সে হলুদ পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে, হাতে একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে আসবে, এসে  ফুলগুলো হাতে   গুজে দিয়ে রাঙিয়ে দিবে মন চির বসন্তে,বৈশাখি মেলার হাতছানি আর নতুন বছরের আগমনী গানে, নতুন স্বপ্নে আহলাদিত মন গেয়ে উঠবে রবী ঠাকুরের সুরে এসো হে বৈশাখ এসো এসো মোদের মাঝে, নৃত্য আর সংগীতের মূর্ছূনায় শিশুর কোলাহল নানা ধরনের বাদ্য – যন্ত্রের সাথে বাঙালির ঢোল এ যেন এক চিরায়ত  বাংলা আবারো গেয়ে উঠে মন, আমি বাংলায় গান গাই
আমি এই বাংলায় নিজেকে খুজে পাই, এভাবে সুরে সুরে ছেয়ে যাবে সারা বাংলার বাতাসে, হিল্লোলিত মনে
নতুন বৎসরে নতুন স্বপ্ন নিয়ে খুঁজে পাবো নিজেকে 
নতুন করে কিন্তু সব কিছুই ছেয়ে গেছে আজ ধুসর কুয়াশার চাদরে, স্তম্বিত সারা বাংলা আজ সারা বিশ্ব,
এসবের দৃশ্যপট পাল্টে দিয়েছে মৃত্যু দুত করোনা ভাইরাসে।।।
**************** 
২) 
**** সাইলেন্ট কিলার *****
                  – উৎপল চক্রবর্তী।
নিঃশব্দ আর্তনাদ 
ঘুমরে কেঁদে ওঠা
এক অজানা 
মৃত্যুর ছোবল।।
বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে 
বীর দর্পে 
সাইলেন্ট কিলার হয়ে 
খুন করছে ঠান্ডা মাথায়।। 
কারোর কিছুই 
বলার নেই 
কাউকে তোয়াক্কা 
করছে না।।
মানুষের আর্তনাদ
করুন আহাজারি 
হৃদয় গলছে না
এই ভয়ংকর জল্লাদের।। 
মানুষ আজ অসহায় 
ওর কাছে 
মায়া মমতাহীন 
এক দূরযোধনের ঔদ্ধত্যের কাছে। 
**********সমাপ্ত*************
লেখার তাং- ১২/০৪/২০২০ ইং-
লেখার স্হানঃ- নিজ বাড়ি। 
বরিশাল, বাংলাদেশ।।
********************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *