Spread the love

ইশারা


           (হাসির অণুগল্প)

রাজকুমার সরকার/ ঝাড়খন্ড

—————————————
হ্যাঁ রে জগা, তোর মেয়েদের সাথে এত বন্ধুত্ব কেন?
    —- কই?
প্রায়ই দেখছি মেয়েদের সাথে তোকে কথা বলতে।
ও রামুকাকা, তুমি হয়তো জানো না মেয়েরা আমার সাথে কথা বলতে চায়, তাই কথা বলি।আচ্ছা তাতে হলোই বা কি?
অসুবিধা কোথায়?
কথা বললে কি হবে?
—- না না এমনই বললাম।
জানো রামুকাকা, মেয়েরা আমার সাথে কিছুদিনের জন্য বন্ধুত্ব করেই কেটে পড়ে।ঠিক লাগে না আমাকে।
কেন রে কি ব্যাপার?
ব্যাপার আর কি; আমি মেয়েদের চোখের ইশারা ও ভাষা বুঝতে পারি না।
রামুকাকা হো হো করে হেসে ফেললো তারপর বললো যাক্ তাহলে আর তোকে ভাষা বুঝতে হবে না।

=================

One thought on “ইশারা- রাজকুমার সরকার/ ঝাড়খন্ড”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *