*********ইচ্ছে করে********
– উৎপল চক্রবর্তী।
ইচ্ছে করে ঘুড়ি হয়ে
উড়ি ঐ নীল আকাশের বুকে
মুক্ত বিহঙ্গ মনটা আমার
চারদিকে যায় ছুটে।।
বয়সের ভারে আটপৌরে আজ
সারা শরীরে বয়সের ভাজ
তবুও মনটা হয়নি বুড়ো
ইচ্ছে করে আবার যদি হতাম আমি ছোট্ট এক ছুরো।।
যখন দেখি খোকা-খুকু ছুঁটে বেড়ায় মাঠ
ইচ্ছে করে তখন আমি আবার খুঁজে বেড়াই
সেই চিরচেনা আমার তেপান্তরের বাট
আজ আমি সব হারিয়েছি অচেনা সব ঘাট।।
নষ্টালজিক হয়ে যাই দীর্ঘ নিঃশ্বাস ছেরে
ভাবি বসে এই জীবন ঈশ্বর নেয় কখন কেরে
সব কিছু আজ স্বপ্নের মতোই ভাসছি চোখের জলে
সব কিছু ভেবে – ভেবে পুড়ছি আজ নিজের অনলে।।
———————————–সমাপ্ত————————
লেখাঃ- ০৫/জুন/২০২০ইং- ( শুক্রবার )।।
সকাল ০৮’৩০ মিঃ হইতে সকাল ০৯’১৫ মিঃ পর্যন্ত।।
নিজ বাড়ি, বরিশাল, বাংলাদেশ।
————————————————————————–