Spread the love

ইচ্ছেডানা
সৃজনে- হরিহর বৈদ্য

***************

ইচ্ছে ডানায় ভর করে সব
ইচ্ছেটাকে পূরণ করে,
ইচ্ছে যদি না থাকে ভাই
সেজন নিচেই পড়ে রবে।

ইচ্ছে ছিল বলে তেনজিং নরগে
হিমালয়ের চূড়ায় চড়ে,
ইচ্ছে ছিল বলেই কলম্বাস
সমুদ্র পাড়ি দিয়ে চলে।

ইচ্ছে ছিল বলে মিহির সেন
ইংলিশ চ্যানেল পার হয়েছে,
ইচ্ছে ছিল বলেই নীল আর্মস্ট্রং
চাঁদের বুকে পৌঁছে গেছে।

ইচ্ছে ছিল বলে রবীন্দ্রনাথ
হয়েছিলেন বিশ্বকবি,
ইচ্ছে ছিল বলেই লিওনার্দো দা ভিঞ্চি
এঁকেছিলেন শ্রেষ্ঠ ছবি।

ইচ্ছে ছিল বলেই এডলফ হিটলার
আজ বিশ্ব জয়ের প্রতিচ্ছবি,
ইচ্ছে ছিল বলে আবুল কালাম
সবার মনের রাষ্ট্রপতি।

ইচ্ছে ছিল বলে সুভাষচন্দ্র বোস
হয়েছিলেন তাই নেতাজী,
ইচ্ছে ছিল বলেই সেদিন
রামায়ণ লেখেন ঋষি বাল্মিকী।

ইচ্ছে ছিল বলেই ক্ষুদিরাম
লড়াই করে হলেন শহীদ,
কত বীরের প্রাণের বিনিময়ে
তাই তো ভারত আজকে স্বাধীন।

ইচ্ছে ছিল বলেই বিবেকানন্দ
হয়েছিলেন বিশ্ববরেণ্য,
ইচ্ছে ছিল বলে মেরি টেরিজা
আজ মাদার হয়ে ধন্য ধন্য।

ইচ্ছে ছিল বলে রতন টাটা
আজ এত বড় শিল্পপতি,
ইচ্ছে ছিল বলেই জগদীশচন্দ্র বোস
প্রমাণ করেন গাছের মধ্যে প্রাণের গতি।

ইচ্ছে ছিল বলেই পেলে
সর্বকালের ফুটবল সম্রাট,
ইচ্ছে ছিল বলে যে আজ
ক্রিকেট শ্রেষ্ঠ সচিন তেন্দুলকার।

তাই ইচ্ছেগুলো বন্দি করে
রেখোনা কেউ মনের ঘরে,
মনের পাখা উড়িয়ে দিয়ে
ইচ্ছে চলুক জগত পারে।

———-

লেখক :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *