Spread the love

ইচ্ছেডানা

বিশ্বজিত মুখার্জ্জী 

 

 

মনের গুহায় কান্নার রোল হতাশার কলরব…

গুহার মধ্যে নৃত্যরত এ মৃত্যুর উৎসব।

মৃত্যুর সাথে লুকোচুরি খেলে শঙ্কার কালো মেঘ…

হঠাৎই ভেঙে চূরমার হয় মুহুর্তের আবেগ।

 

স্থবির পাহাড় উচ্ছল নদী বাকহীন অভিধান…

ফকির বাউল একতারা হাতে জীবনের গায় গান।

কেউ রাখে কথা মনের গভীরে কেউবা উজাড় করে…

আঁধার নিশিথে বঞ্চনা নিয়ে বাঁচার তাগিদে মরে!

 

কে জানে কোথায়!জীবন নদীর কোন-খানে চোরাবালি…

সেতু বন্ধনে প্রস্তুত মন সংযোগে জোড়াতালি।

বুকের পাঁজরে কতশত ব্যথা মিলেমিশে একাকার…

দিগন্ত পথে একা বসন্ত হাক পারে বারেবার!

 

অপরিতৃপ্ত মনের কষ্ট গেরস্থালীর সাথী…

মুক্তির স্বাদে প্রেয়সীর কাছে ভিক্ষায় হাত পাতি।

সুখের পসরা খুব ভাঙাচুরা ভর্তি হৃদের ব্যাগে…

বোষ্টমী বেশে ধরা দিলো শেষে শুক্লাতিথীর মাঘে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *