🤔আস্তিক নাকি নাস্তিক🤔
✍️শোভা মন্ডল✍️
আস্তিক নাস্তিক বুঝিনা ভেদাভেদ,
মিথ্যা ছলনা কে করি ভয় ,
যা কিছু সত্য, চিরন্তন
তাকেই ধর্ম বলে মনে হয় ।
নাস্তিক হলেই কালাপাহাড় , আস্তিক হলেই ধার্মিক জন ,
এমন তো কোথাও নেই খনার বচন ।
মানুষ সত্য, জগত সত্য ,
মিথ্যা, ভীরুতা নয় ,
যখন ব্রহ্ম সত্য এক সাথে—
আস্তিক নাস্তিক এক বিন্দুতে মিলে যায় ।