|| আমি যদি||
♦ শ্যামল বণিক অঞ্জন♦
( নকলা, শেরপুর,বাংলাদেশ)
আমি যদি পাখি হতাম
উড়ে যেতাম দূরে,
ভোর বেলাতে জাগিয়ে দিতাম
তোমায় সুরে সুরে।
আমি যদি সূর্য্য হতাম
দিতাম তোমায় আলো,
সরিয়ে দিতাম তোমার ভুবন
থেকে আঁধার কালো।
আমি যদি চন্দ্র হতাম
রয়ে তোমার সাথে,
কাটিয়ে দিতাম বিনিন্দ্র রাত
আলোর আঙিনাতে।
হতাম যদি ভোরের শিশির
কচি ঘাসের গায়ে,
জড়িয়ে যেতাম তোমার চলার
পথে,পায়ে পায়ে।