কবিতা- ” আমি ছুঁই তুমি ছোঁও “
আমি দুরত্বে তোমাকে ছুঁই
তুমি ছোঁও নীলাকাশ
আমি মেঘকে ভালোবাসি
তুমি তখন স্বপ্ন নীল উচ্ছাস
আমি ছুঁই বৃষ্টির জলকনা
তুমি তখন সাধনার উপবাস
আমি যখন চিত্র ছায়া সংকল্প
তুমি তখন গভীর প্রেমের শ্বাস প্রশ্বাস
আমি খুঁজি হারিয়ে যাওয়া ইতিহাস
তুমি খোঁজো ভবিষ্যতের দিনলিপি
আমি খুঁজি শান্তির মহাদেশ
তুমি তখন খোঁজো বিশ্বাস
আমি খুঁজি কবিতার স্বরলিপি
তুমি খোঁজো সুর
আমি যখন ভোরের আগুন পাখি
তুমি তখন সন্ধ্যার আরতি
আমি যখন শব্দ কথাকলি
তুমি তখন সাহিত্য রসের উত্তোরন
যখন আমার চাওয়া গুলো একতারার গান
তখন তুমি বাজাও বাঁশির করুণ সুর
আমি যখন করি সমুদ্র মন্থন
তুমি তখন বৈকুণ্ঠে গড়ো বন্ধন
আমি যখন করি
কামনা বাসনার আরাধনা
তুমি তখন জ্বালাও ভালবাসার প্রদিপ শিখা
আমি দুরত্বে তোমাকে ছুঁই
তুমি ছোঁও নীলাকাশ ।।
কলমে সজল বসু রায়
আসানসোল
( সংরক্ষিত )