Spread the love

আমি কেমন আছি
সৈয়দ খুকুরানী
আকাশ, আমি ভালো আছি আকাশ, আমি ভালো আছি
নীল আকাশের দিকে চেয়ে চেয়ে দেখি, মেঘেরা উড়ে যায় দিগন্ত পারে,
আকাশ আজো কি, তপশিয়ায়, রাস্তা র ধারে, ছোট্ট বাচ্চা গুলি টিপপি খেলছে?
আজ ও কি, লরেটো স্কুলের বাইরে বাচ্চা গুলি পিয়ারা চিবাই,
আজ ও কি রাজা বাজারে আতরের দোকানে আতর বিক্রি হয়।
জানি, কলকাতা আছে কলকাতা তেই।
হাওড়া ব্রিজ টা সেজেছে অলিম্পিক এর আলোয়
ষীশু ছেলেটি হয়তো, সিনেমার সুটিং এর ফাকে আড্ডা দিচ্ছে, কফি হাউস এ।
আমি কফি হাউস এর সিড়ি তে উঠি আজও বার বার। নন্দন চততরে ছোট্ট ছেলেটি কি আজও বেলুন বিক্রি করে?
আমি আজ অভিমান, রাগ সব ভুলেছি আকাশ
কারো উপহাস, কটুক্তি, ঠ্যাসমারা, ট্যারা ট্যারা কথা আমাকে জবদ করতে পারেনা।
আমার আঙুল জুড়ে কথা বলে শব্দ রা।
মনে রাখিনা, মনে থাকে না।
মনে রাখতে চায়না আকাশ,
আমাকে সহজ আক্রমণ এর প্রতিশোধ।
আমার টেবিল, বিছানা, আশপাশ জুড়ে ব ইংল্যান্ড, খাতা, কলম✒
বন্ধু হয় দিবারাত্রি। ভাবনায়।
ডুবে যায় কাজে।
সময় হয়না আমার, মন চায় না আমার, কোনো বাজে কথা র মানে খুজতে।
কোনো ভয়ঙ্কর মন খারাপের খোচায় , আমার দরজা, জানলার পর্দা কাপে,
আমি ছবি আকি, কলকাতার
আমার গায়ের কতো কতো কচি, মুখে,
আমি কেমন আছি,
আকাশ, কল্পনার মাঝে তারাদের সাথে,
নদী, নালার দেশে, সবুজ মাঠের শেষে, খুজি, আকাশ
আজও খুজি,
কতো কি,
আজও খুজি, আমি কেমন আছি?
**************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *