আমার বাড়ী
সুমিত মুখার্জী
আমার ত্রকটা জায়গা চাই
লোকালয় থেকে খানিকটা দূরে ।
সেখানে ত্রকটা বাড়ী বানাবো
ত্রকেবারে নিজের মনের মত করে ।
নাইবা পেলাম বড় ঘর
কিংবা বড় একটা গাড়ি
নাইবা থাকলো টাকা,পয়সা
সোনা ভরি ভরি ।
সুখ শান্তি ভালবাসা থাকবে
থাকবে সম্মান পর্যাপ্ত
থাকবে না কোন অবহেলা
থাকবে বিশ্বাস যথার্থ ।
কথায় কথায় বলবে না কেউ
চলে যাও আমার বাড়ী থেকে
এটা তোমার বাপের বাড়ী না
কথা বলবে মেপে মেপে
তাইতো একটা বাড়ী বানাবো
নাম হবে “আমার বাড়ী “
ছোট হোক তবুও হোক ‘
নিজের একটা বাড়ী।