আপনার মতো শিক্ষক আমি পেলাম যবে
জীবন আমার রইল না আর ক্ষান্ত তবে।
আজকে তাই শিক্ষক দিবসের শুভক্ষণে
আপনাকে তাই করছি স্মরণ একমনে।
বাংলা সাহিত্য নিয়ে আমার এগিয়ে চলা
আপনি ছিলেন,আছেন সাথে; পথ নয় ভোলা।
আপনার আদর্শে দীক্ষিত হয়ে চলার চেষ্টা মাত্র
গর্ব করে বলি সবার কাছে, আমি আপনার ছাত্র।
আপনি সেই ছোট্ট থেকেই নিজের মনের মতো
শাসন করেছেন, স্নেহ করেছেন, ভালোবেসেছেন কত!
আপনার অগাধ পান্ডিত্যের একটি টুকরো নিয়েই
যেতে চাই এগিয়ে আমার লক্ষ্যে এ জীবনেই।
বাংলা সাহিত্য ধারায় এসেছি আপনার সাহসে
যোগ্যতার প্রমাণ হবে সেই সফলতার গন্ডির পরশে।
বিদ্যালয়ের সীমানাতে আপনার কাছে শিখেছি
যতটুকু ন্যায়, নীতি, আদর্শ; নিয়েই চলার চেষ্টা করছি।
ভালোবাসা পেয়েছি যেমন, তেমনই ছিল শাসন
প্রতিক্ষণে মেনেছি আদেশ, উপদেশ যত পালন।
আপনার কাছে যে জ্ঞানের, গুনের পেয়েছি শিক্ষা
শিক্ষাগুরুর কাছে চাইছি আজও জ্ঞানের ভিক্ষা।